৩৮২ কোটি টাকা ব্যায়ে ডিসি-ইউএনওদের জন্য কেনা হচ্ছে ২৬১ বিলাসবহুল গাড়ি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ মে ২০২৪, ০৮:২৬ PM , আপডেট: ২২ মে ২০২৪, ০৮:৪২ PM
জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য ২৬১টি বিলাসবহুল গাড়ি কেনা হচ্ছে। এতে ব্যয় হবে প্রায় ৩৮২ কোটি টাকা। বুধবার এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (মুদ্রণ ও পরিবহন অধিশাখা) মীর নাহিদ আহসান বলেন, ২০০টি গাড়ি হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য এবং ৬১টি হচ্ছে ডিসিদের জন্য। বিষয়টি আরও চার থেকে পাঁচদিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ক্রয় সংক্রান্ত কমিটির কাছে গিয়েছে। পিএসসি কমিটির মাধ্যমে পরবর্তীতে টেন্ডার হবে। এখন নীতিগত অনুমোদন হয়েছে। আমাদের পরবর্তী কাজ হচ্ছে পরিবহন কমিশনারকে গাড়িগুলো ক্রয়ের দায়িত্ব দেয়া।