নৌবাহিনীতে নাবিক-এমওডিসি পদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নাবিক-এমওডিসি পদে নিয়োগ
নৌবাহিনীতে নাবিক-এমওডিসি পদে নিয়োগ  © সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি বি-২০২৪ ব্যাচে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

ব্যাচের নাম: নাবিক ও এমওডিসি (নৌ) 

ভর্তি ব্যাচের নাম: ভর্তি বি-২০২৪ ব্যাচ

শাখার নাম: নাবিক ও এমওডিসি (নৌ) ডিই/ইউসি, মেডিকেল, পেট্রোলম্যান, রাইটার,স্টোর ও এমওডিসি (নৌ), কুক ও স্টুয়ার্ড, টোপাস।
পদ সংখ্যা: অসংখ্য জন।

নাবিক ও এমওডিসি নিয়োগ শিক্ষাগত যোগ্যতাঃ
১. ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) শাখা (পুরুষ): এসএসসি (বিজ্ঞান)/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.৫০ (ন্যূনতম)। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

২. মেডিকেল শাখা (পুরুষ): জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান – জিপিএ ৩.৫ (ন্যূনতম)।

৩. পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ (পুরুষ): এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল) – জিপিএ ৩.০০ (ন্যূনতম)।

৪. কুক ও স্টুয়ার্ড শাখা (পুরুষ) : এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল) – জিপিএ ২.৫০ (ন্যূনতম) ।
৫. টোপাস (পুরুষ) : ৮ম শ্রেণি পাস ।

নাবিক ও এমওডিসি নিয়োগ শারীরিক যোগ্যতাঃ
১. সিম্যান এর ক্ষেত্রে উচ্চতা ৫-৬ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।

২. পেট্রোলম্যান এর ক্ষেত্রে উচ্চতা ৫-৮ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।

৩. অন্যান্য শাখার ক্ষেত্রে (কমিউনিকেশন ও টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস উচ্চতা ৫-৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।

৪. এমওডিসি (নৌ) – উচ্চতা ৫-৬ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী (BMI)।

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

দক্ষতা: সাঁতার জানা

বয়স: ০১ জুলাই ২০২৪ তারিখে
(১) নাবিক ও মহিলা নাবিক : ১৭ থেকে ২০ বছর
(২) এমওডিসি (নৌ) : ১৭ থেকে ২২ বছর। বয়সের এফিডেভিড গ্রহণযোগ্য নয় ।

আবেদনের নিয়ম: আগ্রহীরা নৌবাহিনীর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ২০০ টাকা

আবেদনের ঠিকানা

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি বি-২০২৪ ব্যাচে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

 


সর্বশেষ সংবাদ