যুবলীগ নেতা হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

নিহত মনজুর রহমান
নিহত মনজুর রহমান  © সংগৃহীত

যুবলীগ নেতা হত্যা মামলার আসামি আওয়ামী লীগনেতা মনজুর রহমানকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ এপ্রিল) রাত ১১টার দিকে গোপালপুরের আজিমপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। লালপুর থানার ওসি মো. নাছিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মনজুর রহমান উপজেলার বাহাদিপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন তিনি। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে স্টেশনের একটি কনফেকশনারির দোকানে মঞ্জুরুল ইসলাম মঞ্জু বসে ছিলেন। এ সময় চার থেকে পাঁচজনের একটি দল মোটরসাইকেলে এসে স্টেশনে নামে। পরে তারা হেঁটে এসে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর মাথায় ও বুকে দুটি গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মঞ্জুর মৃত্যু হয়। 

ওসি নাছিম আহমেদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ শুরু করেছে।” 

২০১৮ সালের ২৮ ডিসেম্বর গোপালপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহারুল ইসলামকে নর্থ বেঙ্গল সুগার মিলের ১ নম্বর ফটকের সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই হত্যা মামলার প্রধান আসামি ছিলেন মনজুর। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

 

সর্বশেষ সংবাদ