থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা  © ফাইল ছবি

পাঁচ দিনের সফরে আগামী বুধবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর এটা প্রথম দ্বিপক্ষীয় সফর। সফরকালে দু'দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ২৬ এপ্রিল ব্যাংককের গভর্নমেন্ট হাউসে দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা, পর্যটন, শুল্কসংক্রান্ত পারস্পরিক সহযোগিতা-বিষয়ক সমঝোতা, সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি ও মুক্তবাণিজ্য–সংক্রান্ত সম্মতিপত্র স্বাক্ষরের কথা রয়েছে। 

আরো পড়ুন: তীব্র তাপদাহে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় করণীয়

এ বিষয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ২৪ এপ্রিল থাইল্যান্ড যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এর পাশাপাশি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।


সর্বশেষ সংবাদ