২৩ দিন পর ক্লাসে ফিরছে ঘুমধুম সীমান্তের পাঁচ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

ঘুমধুম ইউনিয়নের বাইশপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
ঘুমধুম ইউনিয়নের বাইশপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়  © ফাইল ছবি

২৩ দিন পর ক্লাসে ফিরছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামীকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) থেকে প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা এ তথ্য জানিয়েছেন।

এ কর্মকর্তা বলেন, সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় বুধবার থেকে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে। মিয়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে ঘুমধুম সীমান্তব এলাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৯ জানুয়ারি থেকে বিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়। 

আরো পড়ুন: প্রাথমিকে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও চাকরি বঞ্চিতদের সুখবর দিল অধিদপ্তর

গত ৪ ফেব্রুয়ারি সীমান্তের ওপার থেকে ছোড়া মর্টার শেলের  আঘাতে এক বাংলাদেশি নারীসহ দুইজন নিহত হন। এরপর দুটি বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র ঘোষণা করে প্রশাসন।

পরে ৫ ফেব্রুয়ারি থেকে বাইশপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজা বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুমব্রু পশ্চিম কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।


সর্বশেষ সংবাদ