এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খতনায় শিশু সংকটাপন্ন

নাহিয়ান তাজবীব
নাহিয়ান তাজবীব  © সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর খতনা করাতে গোপন অঙ্গের মাথা কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে ওই শিশুর জীবন সংকটে পড়েছে। সংশ্লিষ্ট চিকিৎসক ও তাঁর সহযোগীরা পালিয়ে গেছেন। 

বুধবার বিকেলে ওই হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সৌরভ ভৌমিক শিক্ষানবিশ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার।

জানা গেছে,  তড়িঘড়ি করে আল নাহিয়ান তাজবীব নামে শিশুটির খতনা করার সময় তার গোপন অঙ্গের মাথার অংশ কেটে ফেলেন সৌরভ। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয় শিশুটির। তার আর্তচিৎকারে বাবা আলমগীর হোসেন দ্রুত অপারেশন রুমে ঢুকে দেখতে পান, তাঁর সন্তানের রক্তে কেবিনের বেড ভিজে গেছে। এ সময় সৌরভ ভৌমিক দুই সহযোগীকে নিয়ে পালিয়ে যান।

হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম বলেন, পুরো ব্যাপার সিভিল সার্জনকে জানানো হয়েছে। তিনি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। শিশুটির অবস্থা আশঙ্কাজনক নয়; এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকলে কাটার স্থান শুকিয়ে যাবে।

শিশুটির বাবা আলমগীর হোসেন বলেন, ‘আমার ছেলেকে গরুর মতো তড়িঘড়ি করে খতনা করতে গিয়ে তার এ বিপদ ঘটিয়েছে। আমি তাদের ধরতে গেলে সৌরভ ভৌমিকসহ তিনজনই পালিয়ে যায়। আমার ছেলের অবস্থা আশঙ্কাজনক। আমি জড়িতদের বিচার চাই।’ 


সর্বশেষ সংবাদ