কুড়িগ্রামে স্কুল বন্ধের ঘোষণা

কুড়িগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং সেন্টার
কুড়িগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং সেন্টার  © ফাইল ছবি

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় জেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জেলা প্রশাসকের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে মাধ্যমিক পর্যায়ের স্কুল বন্ধ ঘোষণা করা হলেও প্রাথমিকের ক্লাস চলমান রয়েছে। এ অবস্থায় বিপাকে পড়েছেন শিশু শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা বলছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনায় বলা হয়েছে, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলে বিদ্যালয় বন্ধ করা যাবে। তবে সেই নির্দেশনা মানা হচ্ছে না।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন বলেন, রাজারহাট আবহাওয়া অধিদপ্তরে লোক পাঠানো হয়েছে। ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিষয়টি নিশ্চিত হলে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হবে।

 


সর্বশেষ সংবাদ