কিশোরগঞ্জে ভোটের লাইনে ১০ম শ্রেণির শিক্ষার্থী

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি কেন্দ্রে ভোটের লাইনে দশম শ্রেণীর শিক্ষার্থী
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি কেন্দ্রে ভোটের লাইনে দশম শ্রেণীর শিক্ষার্থী  © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট গ্রহণ বিকেল ৪ টায় শেষ হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে বিকেল ৩টা পর্যন্ত ২৭ শতাংশ ভোট পড়েছে। ভোট চলাকালীন সময়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি কেন্দ্রে ভোটের লাইনে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দেখা গেছে। রোববার পাকুন্দিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। 

কিশোরগঞ্জ-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী।

সকালে সাংবাদিকদের দেখে পাকুন্দিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে দশ-বারো জন এক লাইনে দাঁড়ায়।  এদের মধ্যে দেখা যায় ১৫ বছর বয়সী এক কিশোরকে। সে দশম শ্রেণির শিক্ষার্থী।  

এই আসনের স্বতন্ত্র প্রার্থী সোহরাব বলেন, পরিবেশ বেশ ভালো। মানুষ ভোট দিতে আসছে। কোনো সমস্যা দেখছি না। শেষ পর্যন্ত পরিবেশ ঠিক থাকলে আমি জয় পাব। জয়-পরাজয় যাই হোক, মেনে নেব।


সর্বশেষ সংবাদ