৩১ ডিসেম্বর ২০২৩, ০০:২৪

মেট্রোরেলের কারওয়ান বাজার-শাহবাগ স্টেশন চালু হচ্ছে আজ

মেট্রোরেলের কারওয়ান বাজার-শাহবাগ স্টেশন চালু হচ্ছে আজ
মেট্রোরেল   © ফাইল ফটো

মেট্রোরেলের কারওয়ান বাজার-শাহবাগ স্টেশন চালু হচ্ছে আজ রোববার (৩১ ডিসেম্বর)। যা চলবে বর্তমান সময়সূচি অনুযায়ী।

এর মাধ্যমে ১৬টি স্টেশন সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। শুধু বাকি থাকবে কমলাপুর স্টেশন, যা ২০২৫ সালে চালু হবে।

বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। এই রুটে রাত পর্যন্ত মেট্রোরেল চলতে পারে ৬ জানুয়ারি থেকে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

মেট্রোরেলের চালু হওয়া ১৬টি স্টেশন হলো— এগুলো হলো- উত্তরা-উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয় ও মতিঝিল।