আসন ভাগাভাগির অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩ AM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩৬ AM
দলীয় প্রতীক নিলেও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাকির হোসেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় নিজ নির্বাচনী অফিসে বসে এ ঘোষণা দেন তিনি।
এ সময় জাতীয় পার্টির রায়গঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শের আলী, সদস্য মোর্তজা সরকার, পাঙ্গাসী ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য ওয়াজেদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি হয়ে গেছে তাই নির্বাচনে থেকে লাভ কি উল্লেখ করে জাতীয় পার্টির এই নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘১৭ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনের মাঠে ছিলাম। বেশ কয়েকটি নির্বাচনী অফিস করা হয়েছিল। নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা তৈরী হয়েছিল। কিন্তু ১৭ ডিসেম্বর বিকেল ৪টার পর থেকে সব শেষ হয়ে গেছে। জাতীয় পার্টির নেতা জিএম কাদের স্যার মাঠে নেই। তার কোন নির্দেশনাও পাওয়া যাচ্ছে না।’
এটা দলীয় কোনও সিদ্ধান্ত নয়, ব্যাক্তিগত সিদ্ধান্ত জানিয়ে তিনি আরও বলেন, ‘১৭ ডিসেম্বর ৪টার আগে ভাগাভাগির সংবাদ পেলে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতাম। এখন যেহেতু প্রত্যাহারের সুযোগ নেই তাই ভোটের মাঠ থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার কোন নেতাকর্মী এখন আর নির্বাচনী মাঠে নেই। এখনো রিটানিং কর্মকর্তাকে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত না জানালেও আগামীকাল (শনিবার) জানিয়ে দেব।’