আসছে শৈত্যপ্রবাহ, শীতের তীব্রতা বেড়ে তাপমাত্রা নামবে ১০ ডিগ্রির নিচে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:০৫ AM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:০৫ AM
সারাদেশে শীতের হিমেল হাওয়া বয়ে চলছে। সময়ের সাথে সাথে বাড়ছে শীতের তীব্রতা। সেই সঙ্গে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু অঞ্চলে ঘন কুয়াশায় ছেয়ে গেছে। আবহাওয়া অফিস বলছে শীত আরও বাড়তে পারে। দেশের কোথাও কোথাও ১০ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রা, বয়ে যেতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ।
চলতি মৌসুমে দেশের ভেতরে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে গতকাল সোমবার নওগাঁর বদলগাছিতে। সেখানকার তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল। বদলগাছিতে যে তাপমাত্রা রেকর্ড হয়েছে, তা শৈত্যপ্রবাহের কাছাকাছি। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে এলে সেটিকে শৈত্যপ্রবাহ বলেন আবহাওয়াবিদেরা।
আবহাওয়াবিদরা বলছেন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, আগামীকাল বুধবার (১৩ ডিসেম্বর) থেকে তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। যা চলতি মৌসুমে প্রথম। শৈত্যপ্রবাহ সাধারণত দুই থেকে চার দিন স্থায়ী হয়।
ইতোমধ্যে উত্তরের জেলা নওগাঁ ও বগুড়ায় শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। উত্তরের হিমেল বাতাসে রাতে বাড়ছে শীতের অনুভূতি। ঘন কুয়াশার কারণে গতকাল সকালে সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
আরও পড়ুন: যে কারণে ৫ দিন বন্ধ থাকবে সাজেকের সব রিসোর্ট
আবহাওয়াবিদরা বলছেন, আগামী ১৪ ডিসেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলসহ বেশ কিছু এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করতে পারে। একইভাবে রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়া, সিলেটের শ্রীমঙ্গল, দিনাজপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও পঞ্চগড়– এসব এলাকার কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে; তখন শুরু হবে শৈত্যপ্রবাহ।
গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের মধ্যে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে, ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।