১৮ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ AM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ AM
১৮ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে দুই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। বাংলাদেশের বিপক্ষে অভিষেক ওয়ানডেতেই শতক হাঁকানো আমির জাঙ্গু প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ডাক পেয়েছেন।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠের বাইরে থাকা বাঁহাতি স্পিনার গুডাকেশ মোতি স্কোয়াডে ফিরেছেন। ইনজুরিতে ওয়ানডে সিরিজে সাইডলাইনে থাকা শামার জোসেফকে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে। ব্যক্তিগত কারণে নেই আলজারি জোসেফও।
এদিকে উইকেটরক্ষক-ব্যাটসম্যান আমির জাঙ্গু ঘরোয়া চার দিনের ক্রিকেটে ভালো পারফর্ম করেই ডাক পেলেন টেস্ট স্কোয়াডে। ২০২৩-২৪ মৌসুমে ৫ ম্যাচ খেলে ৬৩.৫০ গড়ে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিতে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে সর্বোচ্চ ৫০০ রান করেন। তারপরই বাংলাদেশের বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ দলীয় রান তাড়া করে জয়ের নায়ক হন তিনি।
আরও পড়ুন: ভারতকে টপকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দল বাংলাদেশ
আগামী ১৬ জানুয়ারি করাচিতে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরপর মুলতানে ২৪ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
পাকিস্তান সফরের ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া দা সিলভা, এলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাক, আমির জাঙ্গু, মিকাইল লুইস, গুদাকেশ মোতি, কেভিন সিনক্লেয়ার, কেমার রোচ, অ্যান্ডারসন ফিলিপ, জেডেন সিলস ও জোমেল ওয়ারিক্যান।