সাকিবের মনোনয়নের বিষয়ে যা বললেন শিখর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০৮:৪০ AM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৩, ০৮:৪৫ AM
আসন্ন নির্বাচনে মাগুরা–১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। দলীয় নেতা–কর্মীদেরও অনুরোধ করেছেন যার যার জায়গা থেকে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে।
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণার পর পরই তার বাড়িতে নেতা-কর্মীসহ উৎসুক জনতার ভিড় লক্ষ করা গেছে। সবাই প্রতীক্ষা করছেন সাকিবের ফিরে আসার। তবে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতাদের কাউকে সেখানে দেখা যায়নি। সাকিবের মনোনয়ন পাওয়া নিয়ে এলাকায় পক্ষে-বিপক্ষে অভিমত দিচ্ছেন অনেকেই। তবে তাঁকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এমপি শিখর।
তিনি বলেছেন, দলীয় মনোনয়নের বিষয়ে দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এ ক্ষেত্রে আমার কর্তব্য হচ্ছে সাকিব আল হাসানকে সহযোগিতা করা। দলীয় নেতাকর্মীদের নিয়ে আমি তাই করব।
আরও পড়ুন: মনোনয়ন নিলেন খালেদা জিয়ার উপদেষ্টা একরামুজ্জানান
মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ বলেন, দলীয় বিবেচনায় কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেবে আমাদেরকে নৌকার সেই প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল বলেন, রাজনীতির মাঠে সে একেবারেই নতুন। তৃণমূল মানুষের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এত অল্প সময়ের ভেতরে মাগুরা-১ আসনের মতো একটি গুরুত্বপূর্ণ আসনে তাকে মনোনয়ন দেওয়াটা মোটেই যুক্তিযুক্ত মনে করছি না।