ভৈরবে ট্রেন দুর্ঘটনা

ঢাকা কলেজ ছাত্র আফজালকে খুঁজে পাচ্ছেন না বড় ভাই

  © সংগৃহীত

দূর্গাপূজার ছুটিতে বাড়িতে এসেছিলেন ঢাকা কলেজের স্নাতকোত্তরের ছাত্র আফজাল হোসেন (২২)। সোমবার (২৩ অক্টোবর) বিকেলে এগারো সিন্ধুর ট্রেনে রাজধানীতে ফেরার কথা ছিল। সে অনুযায়ী ট্রেনেও উঠেছিলেন। কিন্তু ট্রেন দুর্ঘটনার পর তার খোঁজ মিলছে না।আফজালের বাড়ি ভৈরব উপজেলার রাধানগর গ্রামে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। একইসময় ভৈরব থেকে ঢাকায় যাচ্ছিল যাত্রীবাহী ট্রেন এগারো সিন্ধুর। ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়।

আরও পড়ুন: ২০২৪ সাল থেকে মাধ্যমিকে থাকছে না সাইন্স-আর্টস-কমার্স, আদেশ জারি

ঘটনাস্থলে ছোট ভাই আফজালকে খুঁজতে এসেছেন তার বড় ভাই রাসেল। তিনি বলেন, ‘আমি শিক্ষকতা করি। ছোট ভাই পূজার ছুটিতে বাড়িতে এসেছিল। আজ রাজধানীতে ফিরে যাচ্ছিল। কিন্তু সে ট্রেন দুর্ঘটনায় পড়েছে। তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। সে কোথায় এখন বলতে পারছি না।’

এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ