পূজা অশুভ শক্তির অবসান ঘটাক: জয়
সাম্প্রদায়িকতা নির্মূলের অঙ্গীকার নিয়ে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার (২১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা এ পোস্ট করেন।
পোস্টে জয় লিখেছেন, “এই পূজা অশুভ শক্তির অবসান ঘটাক এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সমাজে মানুষের সমৃদ্ধি হোক।”
সজীব ওয়াজেদ আরও লিখেছেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সবাইকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা।”
এর আগে গত শুক্রবার মহাষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হয় দুর্গাপূজা। আজ মহাঅষ্টমী। সোমবার মহানবমী এবং মঙ্গলবার দশমীর মাধ্যমে বিদায় নেবেন দুর্গা দেবী। গত বছরের চেয়ে দেশে এবার বেড়েছে মণ্ডপের সংখ্যা। জাঁকজমকপূর্ণ আয়োজনে দেবীবন্দনায় সনাতন ধর্মাবলম্বীরা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য মতে, গত বছর সারাদেশে দুর্গাপূজার সংখ্যা মণ্ডপের ছিল ৩২ হাজার ১৬৮। এবার এখন পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৪০৮। ঢাকা মহানগরে পূজার সংখ্যা ২৪৫, গত বছর ছিল ২৪২।