খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, সিসিইউতে স্থানান্তর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০৯:০৩ PM , আপডেট: ১০ অক্টোবর ২০২৩, ০৯:০৩ PM
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারো সিসিইউতে নেওয়া হয়েছে। তার স্বাস্থ্যের জটিলতা বেড়ে যাওয়ায় কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়।
এর আগে গত ৯ আগস্ট থেকে দুই মাসের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এর আগে তাকে তিন দফায় সিসিইউতে নেওয়া হয়েছিল।
সোমবার এভারকেয়ার হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন, খালেদা জিয়ার লিভারে জীবাণু ছড়িয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। এজন্য তাকে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া দরকার; যেটি দেশে নেই। বিদেশে এর ব্যবস্থা আছে।
মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডা. এসএম সিদ্দিকী বলেন, এখন খালেদা জিয়ার যে অবস্থা, তাতে করে তাকে বাসায় নেওয়া যাবে না। এখানকার চিকিৎসকরা তাদের সাধ্য অনুযায়ী যা করার করেছেন। এখন তাকে বিদেশে নিতেই হবে। এতে তার জীবন রক্ষা হতে পারে।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার লিভারে পানি জমেছে। সেই পানি ঝরছে। লিভারে জীবাণু আক্রান্ত হয়ে গেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে তাকে বাইরে নেওয়া দরকার।