বিসিএস কর্মকর্তাদের দেশপ্রেমিক হতে হবে: প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা  © সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) কর্মকর্তাদের দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অবশ্যই আপনাদের নিজকে দেশের সেবায় নিয়োজিত করতে হবে। আপনাদের প্রশিক্ষণকে দেশের মানুষের জন্য ব্যবহার করতে হবে।

রবিবার (০৮ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিএস কর্মকর্তাদের ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজেদের প্রশিক্ষণ দেশের মানুষের জন্য কাজে লাগানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা যে টাকায় চলি, সেটা কৃষকদের পরিশ্রমের কারণেই আসে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে তারা আমাদের জন্য পরিশ্রম করে। সুতরাং তাদের সেই পরিশ্রমকে মাথায় রাখতে হবে।

এ অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পাঁচটি প্রকল্প-কর্মসূচির আওতায় নির্মিত ভবন ও জেমস সফটওয়্যারের উদ্বোধন করেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, অনেক রকম প্রতিবন্ধকতা আসবে, আমাদের শত্রু বাইরে থেকে আসা লাগে না, আমাদের দেশের ভেতরেও আছে। কারণ মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী, পঁচাত্তরের খুনি বা তাদের আওলাদ-বুনিয়াদ যা আছে এরা কখনো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে দেবে না, বাধা দেবে। সেই শত বাধা অতিক্রম করেই আমরা এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আজকে আমাদের অর্থনীতি কিছুটা চাপে আছে; মুদ্রাস্ফীতি। এ ব্যাপারে সকলকে, মাঠে গেলে ব্যবস্থা নিতে হবে। সকলের উৎপাদন বাড়াতে হবে। কোনো অনাবাদি জমি থাকবে না।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশের মানুষের প্রতি দায়িত্ব বোধ-কর্তব্য বোধ থাকতে হবে। তাদের রোদে পোড়া, মাঠে কাজ করে-বৃষ্টিতে ভিজে-ঘাম ঝরিয়ে তারা যে অর্থ উপার্জন করে সেই উপার্জনের টাকা দিয়েই কিন্তু আমাদের সবার সব কিছু চলে। এ কথাটা আমাদের ভুললে চলবে না।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে, এই যে খেটে খাওয়া মানুষ, তাদের কষ্টের ফসলটাই কিন্তু আমরা ভোগ করি। সে জন্য তাদেরকে কীভাবে আমরা সহযোগিতা করতে পারি। সেটাই আমাদের দেখতে হবে।


সর্বশেষ সংবাদ