গভর্নিং বডির সভায় নিষিদ্ধ হলেন ছাত্রীকে বিয়ে করা মুশতাক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ০৩:৩৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৩, ০৩:৪১ PM
এবার মতিঝিল আইডিয়াল কলেজের গভর্নিং বডির সভায় নিষিদ্ধ করা হয়েছে ছাত্রীকে বিয়ে করা মুশতাক আহমেদকে। একই সাথে স্কুলেও প্রবেশ করতে পারবেন না তিনি।
গত ২৩ আগস্ট চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন গণমাধ্যমকে বলেন, খন্দকার মুশতাককে সব রকম গভর্নিং বডির মিটিংয়ে নিষিদ্ধ করা হয়েছে। তিনি স্কুলের সীমানাতেও ঢুকতে পারবেন না।
এর আগে গত ১৭ আগস্ট ধর্ষণ মামলায় মুশতাককে ছয় সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। সেই সঙ্গে বিয়ে করা আইডিয়ালের ছাত্রীকে নিরাপদ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, খন্দকার মুশতাক আইডিয়াল কলেজের গভর্নিং বডির সদস্য থাকাকালে কলেজের একাদশ শ্রেণির ছাত্রীকে বিয়ে করেন। এই বিয়ে নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠে।