কলেজ না বিশ্ববিদ্যালয়, ভর্তিতে প্রতিযোগিতা বেশি কোথায়?

জিপিএ-৫ পেয়েও কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের
জিপিএ-৫ পেয়েও কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের  © ফাইল ছবি

অনলাইনে চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে কয়েকদিন পরেই। এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে আগামী ১০ আগস্ট থেকে এ প্রক্রিয়া চলবে। আর এসএসসি ও এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির লড়াইয়ে নামতে হয় শিক্ষার্থীদের। কিন্তু এ দুই ভর্তির প্রক্রিয়ায় কতটা প্রতিযোগিতার মুখে পড়তে হয় শিক্ষার্থীদের?

বিভিন্ন সূত্রের তথ্য বলছে, সারাদেশে একাদশ শ্রেণিতে আসন সংখ্যা প্রায় ২৫ লাখ। এর মধ্যে রাজধানীতেই আছে পাাঁচ লাখের বেশি। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন শিক্ষার্থী। ফলে সাড়ে ৮ লাখের বেশি আসন ফাঁকাই থেকে যাবে।। তবে বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একাদশে শ্রেণিতে আসন আছে ৫ লাখের বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে মানসম্পন্ন কলেজের সংখ্যা প্রায় ২০০ এর মতো। এতে আসনসংখ্যা এক লাখের কাছাকাছি। এসব প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের আগ্রহ বেশি। তবে মেধাবী শিক্ষার্থীদের আগ্রহ থাকে রাজধানীর ঢাকার মানসম্পন্ন ২৫ থেকে ৩০টি কলেজে। তবে কলেজের নিজস্ব শিক্ষার্থী ভর্তির পর বাকি আসনে বাইরের শিক্ষার্থীরা হতে পারেন।

ফলে রাজধানীর ভালো কলেজে ৩০ হাজারের বেশি শিক্ষার্থীর ভর্তির সুযোগ নেই। অথচ চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারা দেশে জিপিএ-৫ পাওয়া এক লাখ ৮৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থীর আগ্রহের কেন্দ্রে থাকবে এসব প্রতিষ্ঠান।

অপরদিকে দেশে উচ্চশিক্ষার জন্য সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আসন আছে প্রায় সাড়ে ১৪ লাখ। তবে বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শীর্ষ প্রতিষ্ঠানগুলোয় ৯০ হাজারের মতো আসন আছে। এতে ভর্তিচ্ছুদের আগ্রহ বেশি। ২০২২ সালে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্তপূরণ করা শিক্ষার্থীর সংখ্যা ছিল সোয়া আট লাখ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ছিল এক লাখ ৭৬ হাজার ২৮২ জন। 

আর জিপিএ-৩.৫ এর মধ্যে শিক্ষার্থী ছিলেন ছয় লাখ ৬০ হাজার। ৯০ হাজার আসনের জন্য মূলত এসব শিক্ষার্থীর মধ্যে লড়াই হবে। গড়ে প্রতি আসনের জন্য অন্তত ৯ জন ভর্তিযুদ্ধে ছিলেন, যা এখনো চলছে।

ফলে দেখা যাচ্ছে, জিপিএ-৫ পেলেই ভালো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ মিলছে না। কলেজে ভর্তির জন্য প্রতিযোগিতায় নামতে হচ্ছে। আবার এইচএসসিতে ভালো ফলাফল করেও নামতে হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায়। গত বছর উচ্চ মাধ্যমিকে জিপিএ-৫ পাওয়া লক্ষাধিক শিক্ষার্থী পছন্দের প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায়নি বলে জানা গেছে।

আগামী ২০ আগস্ট পর্যন্ত কলেজে প্রথম পর্যায়ের আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। এবারও তিন পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে। রোববার (৬ আগস্ট) একাদশ শ্রেণিতে ভর্তির বিস্তারিত তথ্যসংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ সেপ্টেম্বর। এরপর ১৬ জানুয়ারি দ্বিতীয় এবং ২৩  সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে।


সর্বশেষ সংবাদ