জুলাই থেকে প্রশাসনের কর্মকর্তাদের আমলনামা লেখা শুরু: নুর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ১০:৫০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৩, ১০:৫০ PM
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জুলাই থেকে প্রশাসনে কর্মরতদের আমলনামা লেখা শুরু হবে। যারা ফ্যাসিবাদের পাশে দাঁড়িয়ে জনগণের বিপক্ষে যাবেন জনগণ তাদের প্রতিহত করবে।
রোববার গণ অধিকার পরিষদের মশাল মিছিল শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
এর আগে সংগঠনটির নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে বাধা উপেক্ষা করে কিছু দূর এগিয়ে গেলে পানির ট্যাংকির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, এখন থেকে প্রতিটি কর্মসূচিতে বিরোধী দলসমূহের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯০-এ এরশাদবিরোধী আন্দোলনে যেমন প্রশাসনের উদ্দেশ্যে বলেছিল সেনাছাউনিতে বসে, বন্দুকের নলে ক্ষমতা দখল করে যারা জনগণের ওপর হামলা-হামলা-মামলা, অত্যাচার করবে তাদের আত্মীয়-স্বজন, পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নুর বলেন, জনগণের ওপর অত্যাচার, হামলা-মামলা করে জোরজবরদস্তির মাধ্যমে ক্ষমতায় থাকাকে বর্তমানে আওয়ামী লীগের নেতাদের অনেকেও সমর্থন করছে না। ছাত্রলীগ-যুবলীগের ভাইদের বলব, অতি উৎসাহী হবেন না। অতীতের পাপের জন্য ক্ষমা চান। পরবর্তীতে যেন আপনাদের ক্ষমা করা যায়।