দ্রুতই উঠে যাচ্ছে চাকরির আবেদনে সত্যায়ন প্রক্রিয়া: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী  © ফাইল ছবি

সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে ছবি, সনদসহ অন্যান্য কাগজপত্রের অনুলিপিতে গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়নের বিড়ম্বনায় পড়তে হয় চাকরিপ্রার্থীদের। ডিজিটালাইজেশনের আওতায় সত্যায়নের দীর্ঘ দিনের এ রেওয়াজ দ্রুতই উঠে যাচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।

রবিবার (৩০ জুলাই) সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘গণমাধ্যমে কেন্দ্রে বাংলাদেশ’ সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন।

চাকরিপ্রার্থীরা অভিযোগ করেন, সত্যায়িত করতে গেলে অনেক কর্মকর্তা বিরক্তি প্রকাশ করেন। এতে তারা দুর্ভোগে পড়ে নিজেই সিল মেরে সত্যায়িত করেন। এখন বেশির ভাগ সত্যায়িত কর্মকর্তার দ্বারা হচ্ছে না। অথচ এসময় যে কেউ চাইলেই পাবলিক পরীক্ষার রোল নাম্বার বা অন্য তথ্য দিয়ে ফলাফলসহ অনেক তথ্য জেনে নিতে পারেন। সত্যায়ন প্রক্রিয়ার কোনো যৌক্তিতায় থাকে না।

এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এটা আমারও কথা। আমরা ছাত্রজীবনেও দেখেছি। একটা সিল দিয়ে মেরে দিলে তো হলো! কিন্তু আমারটা অর্জিনালি আছে।

ফরহাদ হোসেন বলেন, ডিজিটালাইজেশনের যুগে আপনারা নিশ্চয়ই দেখছেন আমরা পরিবর্তনগুলো করছি। আমাদের বিগ ডাটা, ভোটার আইডিতে এগুলো সব থেকে যাবে। আপনার ভোটার আইডি কার্ড দেন, সেখানে কিন্তু আপনার সার্টিফিকেটগুলো, কোথায় কোথায় লেখাপড়া করেছেন, সব চলে আসবে। আপনি চাইলে অনেক ডাটা দেখে নিতে পারছেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আমরা যখন এটা করব, তখন কোনো মানুষের একটা কোড নাম্বার থাকবে। সেই কোডটা দিলে কিন্তু অর্জিনাল কিনা আপনি দেখে নিতে পারছেন। সেক্ষেত্রে আমার মনে হয় এটা (সত্যায়ন) অল্প দিনের মধ্যেই হবে।

তিনি আরও বলেন, আমরা যত দ্রুত পারি এটার বিষয়ে কাজ করে সহজিকরণ করে দেব, যাতে কারো ভোগান্তি না থাকে।


সর্বশেষ সংবাদ