বিকেলে আন্দোলনরত শিক্ষকদের সাথে আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০২:২১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৩, ০২:২৮ PM
মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের সাথে আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বুধবার (১৯ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
এর আগে শিক্ষকরা জানান, তাদের দাবি একটাই, জাতীয়করণ। একই সিলেবাস, একই পড়া কিন্তু সরকারি শিক্ষকদের তুলনায় তাদের সুযোগ-সুবিধা অনেক কম। আমাদের চিকিৎসা ভাতা মাত্র ৫০০ টাকা। বাসাভাড়া এক হাজার টাকা। এটা লজ্জাজনক। অথচ আমাদের তুলনায় সরকারি স্কুলের শিক্ষকরা সুযোগ-সুবিধা পান বহুগুণ বেশি।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন দেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষরা।