জাতীয়করণ: নবম দিনের মতো শিক্ষকদের আন্দোলন চলছে

আন্দোলনরত শিক্ষকরা
আন্দোলনরত শিক্ষকরা  © ফাইল ফটো

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন করছেন সারাদেশ থেকে আগত শিক্ষকরা। বুধবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন তারা।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে এই আন্দোলনের অংশ নিয়েছেন নিয়েছেন শিক্ষকরা।

সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ জানান, আমরা শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে চাই। প্রধানমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা দিলে আমরা আমাদের আন্দোলন স্থগিত করে বাড়ি ফিরে যাব। তবে দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এর আগে গত মঙ্গলবার থেকে আন্দোলন শুরু করেন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। আজ চলছে আন্দোলনের অষ্টম দিন। এদিনেও কোনো সমাধান পায়নি আন্দোলনকারীরা। তবে শিক্ষকরা বলছেন— দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।


সর্বশেষ সংবাদ