পায়ে হেঁটে হজ করতে মক্কা যাচ্ছেন কুমিল্লার আলিফ

পায়ে হেঁটে হজ পালন করতে যাত্রা শুরু করেছেন কুমিল্লার আলিফ মাহমুদ আদিব
পায়ে হেঁটে হজ পালন করতে যাত্রা শুরু করেছেন কুমিল্লার আলিফ মাহমুদ আদিব  © সংগৃহীত

পায়ে হেঁটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা দিয়েছেন আলিফ মাহমুদ আদিব (২৫) নামের এক যুবক। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বটতলী ইউপির শেয়ার বাতাবাড়িয়া গ্রামে। সে ওই গ্রামের মৃত. আব্দুল মালেকের ছেলে।

শনিবার (৮ জুলাই) দুপুর ১২টায় সৌদি আরব উদ্দেশ্য নিজ বাড়িতে থেকে পায়ে হাঁটার যাত্রা শুরু করেন।

আলিফ মাহমুদ এই সফরে বাংলাদেশ ছাড়াও আরও অন্তত ছয়টি দেশের মাটিতে হাঁটবেন। সেগুলো হলো- ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরব। আলিফ বলেন, সফরের দূরত্ব ৭ হাজার ৮১০ কিলোমিটার কিংবা আরও একটু বেশি। এসব দেশের ভিসা পেতে প্রয়োজনীয় কাগজপত্র তিনি সঙ্গে রেখেছেন। তার খরচ বহন করছে দুলাল কাজী গ্রুপ।

এ বিষয়ে আলিফ গণমাধ্যমকে বলেন, আমি সাইকেল চালিয়ে দেশের ৬৪ জেলা ভ্রমণ করেছি। এজন্য শুরুতে সাইকেলে চড়ে হজ করার ইচ্ছা থাকলেও সেটি পরিবর্তন করি এবং হেঁটে মক্কায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। আর এটি আমার কাছে সম্ভবই মনে হয়েছে। কারণ, হাজার বছর আগে ইসলাম ধর্ম প্রচার, ব্যবসা-বাণিজ্য ইত্যাদির জন্য মানুষ পায়ে হেঁটে দূর-দূরান্তে সফর করতেন।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) কানন চৌধুরী বলেন, আমরা তার সকল কাগজপত্র দেখেছি। আমাদের পক্ষ থেকে তাকে সকল ধরনের সহযোগিতা করবো।


সর্বশেষ সংবাদ