পদোন্নতি পেয়ে অধ্যাপক হলেন চার চিকিৎসক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়  © ফাইল ছবি

চারজন চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শুক্রবার (৭ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পদোন্নতি পাওয়া চিকিৎসকেরা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতারেল সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসে কর্মরত কর্মকর্তাদের অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি/পদায়ন করা হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা বেতন পাবেন তারা।

অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া চার চিকিৎসক হলেন- মো. তৌহিদুল ইসলাম চৌধুরী (৪০০১৮), পরিতোষ কুমার সরকার (৪০২৮১), মোহাম্মদ শাহ্ জহিরুল হক চৌধুরী (৪৩২১৬) ও আফজাল মমিন (১০৯৬৫৪)। তাদের নামের পাশে অধ্যাপক (নিউরোলজি) পদবি ব্যবহার করবেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদানের ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পদায়নকৃত কর্মকর্তাগণের যোগদানপত্র প্রাপ্তির পর স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান যোগদানপত্র গ্রহণ করে স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার ই-মেইল (per1@hsd.gov.bd) এ আবশ্যিকভাবে প্রেরণ করবেন। পদায়নকৃত কর্মকর্তাগণ আবশ্যিকভাবে HRIS এর মাধ্যমে বর্তমান কর্মস্থল হতে Move out এবং পদায়িত কর্মস্থলে Move in হবেন।


সর্বশেষ সংবাদ