চতুর্মুখী ষড়যন্ত্রে জীবন নিয়ে শঙ্কায় আছি: নুর

ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর
ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর  © ফাইল ছবি

শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি কর্মসূচি ও নানান বিতর্কে টালমাটাল গণ অধিকার পরিষদ। এবার নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ শঙ্কার কথা জানিয়েছেন তিনি। 

ফেসবুকে নুরুল হক লিখেছেন, ‘চর্তুমুখী অব্যাহত ষড়যন্ত্রে জীবন নিয়ে শঙ্কায় আছি। আপনাদেরকে জানিয়ে রাখলাম।’

এর আগে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বৃহস্পতিবার (৬ জুলাই) সংবাদ সম্মেলন করে দাবি করেন, ইসরাইলী নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করার কথা স্বীকার করেছেন নুর।

পরে এক অনুষ্ঠান শেষে নুরুল হক নুর বলেন, গণ অধিকার পরিষদের পদবঞ্চিত, দলছুট ও সুবিধাবাদী নেতারা দলকে ভাঙার জন্য কাজ করছেন। বেইমান, মীর জাফররা হারিয়ে যাবে ইতিহাসের আস্তাকুঁড়ে।

আরো পড়ুন: দলের টালমাটাল অবস্থার মধ্যেই সভাপতি-সম্পাদক প্রার্থিতা ঘোষণা নুর-রাশেদের

এরইমধ্যে আগামী ১০ জুলাই দলের কাউন্সিলে সভাপতি প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা দিয়েছেন নুরুল হক নুর। তিনি মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন। দলের দলের আরেক শীর্ষ নেতা মুহাম্মদ রাশেদ খাঁনসহ আরও কয়েকজন নেতা প্রার্থিতার ঘোষণা দিয়েছেন।


সর্বশেষ সংবাদ