পানি বাড়ছে, উত্তর-পূর্বাঞ্চলের ৩ জেলায় বন্যার শঙ্কা

বন্যার পানি বাড়ছে
বন্যার পানি বাড়ছে  © ফাইল ফটো

কয়েক দিনের টানা বর্ষণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানির উচ্চতা বাড়ছে। এতে তিন জেলায় স্বল্পমেয়াদি বন্যা হতে পারে বলে  জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (১ জুলাই) বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থা নিয়ে সতর্কীকরণ কেন্দ্র এ খবর জানিয়েছে।

আবহাওয়া সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও সংলগ্ন উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফলে এ অঞ্চলের কিছু নদীর (সুরমা, যদুকাটা, সারিগোয়াইন, সোমেশ্বরী) পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। 

অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানির সমতল স্থিতিশীল আছে। এটি আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।


সর্বশেষ সংবাদ