ঢাকায় প্রতি ১০ বিবাহবিচ্ছেদের সাতটি নারীদের আবেদনে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ জুন ২০২৩, ১২:০৭ PM , আপডেট: ১৩ জুন ২০২৩, ১২:২০ PM
দেশে বিবাহবিচ্ছেদের সংখ্যায় রাজধানী ঢাকা সবচেয়ে এগিয়ে রয়েছে। এ ছাড়া সারাদেশেই বিচ্ছেদের সংখ্যা বাড়ছে। ঢাকায় প্রতি ৪০ মিনিটে একটি তালাক হয়েছে। গত বছরের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। ঢাকার দুই সিটি করপোরেশনের তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে।
দেখা গেছে, ঢাকায় প্রতি ১০টি বিচ্ছেদের সাতটিরই আবেদন করেন নারীরা। নির্যাতন-পীড়ন থেকে মুক্তির জন্য আত্মমর্যাদাবান নারীরা এভাবে মুক্তি খুঁজছেন। বিচ্ছেদের আবেদনের পর সমঝোতা হয়েছে পাঁচ শতাংশের কম।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২২ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তালাক হয়েছে সাত হাজার ৬৯৮টি। এর মধ্যে নারীরা পাঁচ হাজার ৩৮৩টি আবেদন করেছিলেন। এটি মোট আবেদনের ৭০ শতাংশ। ঢাকা উত্তর সিটিতে তালাকের আবেদনের ৬৫ শতাংশ করেছেন নারীরা।
কর্মকর্তারা বলছেন, আগে বিবাহবিচ্ছেদ হওয়া নারীদের প্রতি সমাজ বিরূপ আচরণ করতো। নিজের পরিবারও আশ্রয় দিতে চাইত না তাদের। এখন সচেতনতা বেড়ে যাওয়ায় নির্যাতন থেকে বাঁচাতে মেয়ের দিকে হাত বাড়াচ্ছে পরিবার। স্বাবলম্বী হওয়ার সঙ্গে সঙ্গে আত্মমর্যাদা বেড়েছে তাদের।
আরো পড়ুন: বাজেটে কর্মসংস্থানের দিশা নেই, উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা
ঢাকার বাইরে বরিশাল সিটি করপোরেশনে ২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত নারীরা ১৩১টি তালাক দিয়েছেন। আর পুরুষেরা দিয়েছেন ৭৬টি।
বিবিএসের এক জরিপে দেখা যায়, দেশের বিবাহিত নারীদের প্রতি ১০ জনে ৮ জন নির্যাতনের শিকার হন। ২০২০ সালের মার্চে করোনার সময় পারিবারিক নির্যাতন বেড়ে গিয়েছিল। মানুষের জন্য ফাউন্ডেশন ২০২০ সালের মে মাসে এক সমীক্ষা প্রকাশ করে। এতে দেখা গেছে, আগে কখনো নির্যাতনের শিকার হননি, এমন অনেক নারীও করোনাকালে নির্যাতনের শিকার হয়েছেন।