বিবাহবিচ্ছেদে ফটোশুট করতে দেখেছেন কখনো?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ মে ২০২৩, ১০:১০ AM , আপডেট: ০৩ মে ২০২৩, ১০:৩৮ AM
বিয়ে, গায়ে হলুদের ফটোশুট তো সবসময়ই দেখা যায়। বিয়ের আগে হবু বরকনের আনন্দের মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দী করে রাখা সোশ্যাল মিডিয়ায় এর জনপ্রিয়তা অনেক। কিন্তু ডিভোর্স? সে তো বিচ্ছেদ, সেখানে তো আনন্দ নেই। তাহলে তার জন্য ফটোশ্যুট কেন। বিবাহবিচ্ছেদ উদযাপনে কাউকে সচরাচর ফটোশুট করতে দেখা যায় না। কারণ বিবাহবিচ্ছেদ দুজনের মধ্যে হলেও সমাজের কটু কথা হজম করতে হয় শুধু নারীদেরই।
তবে সম্প্রতি এক নারী বিবাহবিচ্ছেদ উদযাপনের নজির স্থাপন করেছেন শালিনী নামের এক দক্ষিণী অভিনেত্রী। বিয়ের ছবি ছিঁড়ে তিনি উদযাপন করেছেন বিবাহবিচ্ছেদ। তার কাছে এটি মুক্তির নামান্তর। যা ইন্টারনেটে রীতি মতো সাড়া ফেলেছে। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
২০২০ সালের জুলাইয়ে রিয়াজ নামে একজনকে বিয়ে করেন অভিনেত্রী শালিনী। তাদের একটি কন্যাসন্তানও আছে, যার নাম রিয়া। মুক্তির আনন্দেই তিনি আত্মহারা। বিয়ের আগের ছবি যদি পোস্ট করা যায়, তাহলে পরের ছবি নয় কেন? তাঁর মুক্তি যে আজ সর্বজনের মনের মাঝে।
ফটোশুটের মাধ্যমে বিশেষ বার্তাও দিয়েছেন অভিনেত্রী। তার কথায়, একটি তিক্ত বিবাহের বন্ধন থেকে বেরিয়ে আসাই ভালো। কারণ ভাল থাকার অধিকার তো সবার আছে। ডিভোর্স কোনও ব্যর্থতা নয়। একটা সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে সাহস লাগে। আমার এই পোস্ট সেই সব সাহসী নারীদের উৎসর্গ করলাম।
ফটোশুটের সময়ে শালিনীর পরনে ছিল লাল পোশাক। ফটোশুটে প্রাক্তন স্বামীর সঙ্গে বিয়ের ছবি ছিঁড়ে এবং হাতে বড় অক্ষরে ডিভার্স (DIVORCE) লেখা নিয়ে তিনি উদযাপন করেছেন বিবাহবিচ্ছেদ। শুধু তাই না, এক হাতে সাইনবোর্ড নিয়ে শালিনী একটি ছবি তোলেন। সেখানে লেখা ছিল, আমার ৯৯টি সমস্যা রয়েছে কিন্তু স্বামী সেই তালিকায় নেই।
বিবাহবিচ্ছেদ উদযাপনের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আপলোড করে শালিনী বলেন, “যারা বাকশক্তিহীন তাদের উদ্দেশে সম্প্রতি স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়া এক নারীর বার্তা। একটি তিক্ত বিবাহের বন্ধন থেকে বেরিয়ে আসাই ভালো। কারণ সবারই ভাল থাকার অধিকার আছে। বিবাহবিচ্ছেদ কোনো ব্যর্থতা নয়। এটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি ঘটনা, যা তোমাকে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে।
শালিনীর সেই পোস্টে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিবাহবিচ্ছেদ উদযাপন নিয়ে অনুপ্রেরণামূলক ধারণা এবং সাহসিকতার জন্য তাকে প্রশংসাসহ অভিনন্দন জানান। আবার অনেকেই শালিনীকে সমালোচনা এবং ট্রল করেন।
এক ব্যবহারকারী বলেন, “নেতিবাচক মন্তব্যগুলোকে পাত্তা দেবেন না। এখানে কেউ জানে না আপনি কী অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন।”
অন্য এক ব্যবহারকারী বলেন, “দয়া করে এমন কোনো ট্রেন্ড তৈরি করবেন না যেন অনেকে বিবাহবিচ্ছেদের পর ফটোশুট করবে। এটা সমাজের জন্য ভালো না। বিবাহবিচ্ছেদের সব ছবি মুছে ফেলুন।”
টেলি দুনিয়ায় বেশ জনপ্রিয় মুখ শালিনী। তাঁর অভিনীত ভাল্লি চরিত্রটি বেশ জনপ্রিয় হয়েছিল। পরে তিনি সুপার মম-এও অংশ নেন।