দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল নোয়াখালী ছাত্রলীগ

কৃষকের ধান কেটে দিচ্ছেন নোয়াখালী জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা
কৃষকের ধান কেটে দিচ্ছেন নোয়াখালী জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা  © টিডিসি ফটো

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক ঘোষিত ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে নোয়াখালী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (পহেলা মে) জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে নোয়াখালী সদর উপজেলার ৬ নং নোয়াখালী ইউনিয়নের  কাজীরটেক এলাকায় দরিদ্র কৃষকের ২০ গন্ডা জমির ধান কেটে ঘরে তুলে দেয় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরো পড়ুন: মসজিদ পরিষ্কারের ময়লা স্বামীর গায়ে পড়ায় ইমামকে পেটালেন স্ত্রী, ভিডিও ভাইরাল

সরেজমিনে দেখা যায়, নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ শামছুল হুদা বাপ্পির নেতৃত্বে ধান কাটায় নোয়াখালী জেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সকাল থেকে ধান কাটা কর্মসূচিতে অংশ নিয়েছেন।

নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ শামছুল হুদা বাপ্পি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেনের পরামর্শে নোয়াখালী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় কৃষকের পাশে দাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় আমর আজ কৃষকের ২০ গন্ডা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছি। ইনশাআল্লাহ এ কাজ অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ