অটোরিকশা চালক রশিদের দশা হলো আল-আমিনের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ০৯:৫৪ PM , আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ০৯:৫৪ PM
নামাজ পড়তে গিয়ে নিজের ব্যাটারিচালিত অটোরিকশা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন আল-আমিন (২৪) নামের এক যুবক। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম পৌরসভার আলিয়া দাখিল মাদরাসা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আল আমিনের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের পন্ডিত গ্রামে। তার বাবার নাম গহুর উদ্দিন।
কান্না জড়িত কণ্ঠে আল আমিন বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে অটোরিকশা কিনছি। সেই অটোরিকশা চালিয়ে সংসার চালাই। পরিবারে আমার ৭ সদস্য, রিকশার আয়ে তাদের খাওয়াই। এখন রিকশা না পেলে কি খাওয়াব তাদের। আবার প্রতি সপ্তাহে ১ হাজার ৮শ টাকা কিস্তি দিতে হয়। রিকশা না পেলে মরা ছাড়া কোন উপায় নাই।
জানা গেছে, চালক আল আমিন প্রতিদিনের ন্যায় অটোরিকশা নিয়ে বের হন। বিকেলে আসরের নামাজ পড়তে কুড়িগ্রাম পৌর শহরের আলিয়া মাদরাসার মসজিদে যান তিনি। নামাজ শেষে এসে দেখেন তার অটোরিকশাটি নেই। পরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজন তাকে থানায় নিয়ে যান।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: নামাজে গিয়ে অটোরিকশা হারালেন রশিদ, কিনে দিলেন তাসরিফ
এর আগে গেল মার্চের একই দশা হয়েছিল গাজীপুরের যুবক আব্দুর রশিদের। তিনি শ্রীপুরের একটি মসজিদে নামাজ পড়তে গিয়ে তার অটোরিকশা হারান। নামাজ পড়া শেষ করে বাইরে এসে অটোরিকশা না দেখতে পেয়ে সেসময় আল-আমিনের মতো কান্নায় ভেঙে পড়েছিলেন আব্দুর রশিদও।
অবশ্য আব্দুর রশিদের কান্না বৃথা যায়নি। দুই দিনের ব্যবধানে আরেকটি অটোররিকশার ব্যবস্থা হয়ে গিয়েছিল তার। গণমাধ্যমে আব্দুর রশিদের এমন পরিস্থিতির প্রকাশের পর তার পাশে এসে দাড়িয়েছিলেন গায়ক তাশরিফ খান। তাকে কিনে দিয়েছিলেন ব্যবহৃত একটি অটোরিকশা। সেটি দিয়ে তিনি পুনরায় কাজ শুরু করেন।