ফুটপাতে ইফতার শিক্ষামন্ত্রীর

ফুটপাথে ইফতার শিক্ষামন্ত্রীর
ফুটপাথে ইফতার শিক্ষামন্ত্রীর  © সংগৃহীত

ফুটপাতের ছিন্নমূল মানুষদের সাথে ইফতারে অংশগ্রহণ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (৭ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে একটি স্বেচ্ছাসেবী উদ্যোগে এ ইফতারে অংশগ্রহণ করেন তিনি। এ নিয় সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।

ছবিতে দেখা যাচ্ছে, ইফতারে হাসোজ্জ্বল শিক্ষামন্ত্রীকে পেয়ে অভিভূত ছিন্নমূল ও খেটে খাওয়া এসব মানুষরা। ঐ ছবি শেয়ারের সময় বিদ্যানন্দ জানিয়েছে, ‘হায় আল্লাহ্‌, মন্ত্রী আমাদের লগে ফুটপাতে বসে ইফতার করছেন—বাজারের ঝাড়ুদারের কাজ করা নিলু খালা তাজ্জব হয়ে আছেন।’ ‘হাসিখুশি গল্প করছেন, একই মেন্যুতে আহার করছেন, কোন খাবার আবার শেয়ার করছেন শিক্ষামন্ত্রী।’

সিকিউরিটির পার্সনালদের দুঃচিন্তা অগ্রাহ্য করে শিক্ষামন্ত্রী দীপু মনি সময়টা উপভোগ করে চলছেন জানিয়ে বিদ্যানন্দ আরও জানিয়েছে, ‘ইফতার শেষে নিলু আপু ফিরে যাবেন বস্তির ভাঙ্গা ঘরে, আর মাননীয় মন্ত্রী তাঁর গন্তব্যে। তবে সাথে যাচ্ছে ভিন্ন এক চিন্তা আর অনুভূতি নিয়ে। নিলু আপুদের জীবন দেখাতে আর ভাবাতেই বিদ্যানন্দ উদ্যোগ নিয়েছে এই সাম্যতার ইফতারের।’

সবসময়ই ব্যতিক্রমী ধারনা নিয়ে কাজ করে বিদ্যানন্দ। সব মানুষ সমান এবং সাম্য ও মানবিক মর্যাদায় বাঁচার অধিকার রাখে মনে করে সংগঠনটি। সম্প্রতি বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের দোকানের পোড়া, আধ-পোড়া কাপড় সংগ্রহ করে তা বিক্রি করে তহবিল গঠন করছে বিদ্যানন্দ। এখান থেকে পাওয়া অর্থ প্রদান করা হবে ক্ষতিগ্রস্তদের সহায়তায়।


সর্বশেষ সংবাদ