ফেসবুকে কালুকে ক্ষমার ঘোষণা লিউক ডামান্টের

  © সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় হেনস্তা ও উত্ত্যক্ত হওয়ার ঘটনায় মো. আব্দুল কালুকে ক্ষমা করে দিয়েছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান নাগরিক ও ট্রাভেল ভ্লগার লিউক ডামান্ট। তিনি বলেছেন, মো. আব্দুল কালুকে (৬০) আমি ক্ষমা করে দিয়েছি। সৎ জীবনে ফিরে আসার জন্য তাকে আরও একটি সুযোগ দেওয়া উচিত।

আজ সোমবার (৩ এপ্রিল) ট্যুরিস্ট পুলিশের ফেসবুক পেজে কালুকে নিয়ে করা এক পোস্টের কমেন্টে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রিয় বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ...মো. কালু আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি এ সংক্রান্ত একটি ভিডিও দেখেছি। তাকে আমি ক্ষমা করে দিয়েছি। আমি আশা করছি সে তার ভুল বুঝতে পেরেছে ও তার বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করা হবে। আমি চাই না সে এ বিষয়টি নিয়ে আর ভোগান্তিতে পড়ুক। আমি বিশ্বাস করি সৎ জীবনে ফিরে আসার জন্য কালুকে দ্বিতীয় একটি সুযোগ দেওয়া উচিত। ধন্যবাদ।

এদিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় লিউক ডামান্টকে উত্ত্যক্ত করার অভিযোগে আটক দোভাষী আব্দুল কালুকে ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে একদিনের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। তবে তিনি জরিমানার টাকা পরিশোধ করে সিএমএম আদালতের হাজতখানা থেকে মুক্ত হয়েছেন।

আজ তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। তিনি নিজের অপরাধ স্বীকার করলে তাকে ২০০ টাকা অর্থদণ্ডের বিনিময়ে মুক্তির আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত।

এর আগে গতকাল রোববার ডিএমপি অধ্যাদেশের ৭৪ ধারায় অপরাধ করায় তাদেরকে একই অধ্যাদেশের ১০০ ধারায় গ্রেপ্তার দেখায় পুলিশ।


সর্বশেষ সংবাদ