হজ পালনে ৪ শর্ত সৌদির

হজ পালনে ৪ শর্ত দিলো সৌদি সরকার
হজ পালনে ৪ শর্ত দিলো সৌদি সরকার  © সংগৃহীত

আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালে সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে শুরু হবে নিবন্ধন। যা শেষ হবে ২৩ ফেব্রুয়ারি। চলতি বছর পবিত্র হজ পালনে চারটি শর্ত দিয়েছে সৌদি আরব সরকার। শর্তগুলো জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে দেশটি। এ বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে গমনকারী শতভাগ হজযাত্রীর প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন 'মক্কা রোড চুক্তি' অনুযায়ী এ বিমানবন্দরেই অনুষ্ঠিত হবে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) শর্তগুলো প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন আর এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

সৌদি আরবের দেয়া শর্তগুলো হলো

* হজে গমনেচ্ছুদের  করোনাভাইরাস (কোভিড-১৯), মেনিনজাইটিস এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে।
* যারা হজ করেননি এবারের হজে তাদের অগ্রাধিকার দেয়া।
* হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১২ বছর।

আরও পড়ুন: বাংলা ছাড়াও ৪০ ভাষা দেশে, ১৪টি বিলুপ্তির পথে

* হজযাত্রীর কোনো বড় দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

চলতি বছর হজের খরচ আরও বেড়েছে। সরকারি ব্যবস্থাপনায় এ বছর হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। এ মূল্য গত বছরের প্যাকেজ-১ থেকে ৯৬,৬৭৮ টাকা এবং প্যাকেজ-২ থেকে ১,৬১,৮৬৮ টাকা বেশি।


সর্বশেষ সংবাদ