ট্রেনিং স্কুলে ফায়ারিং অনুশীলনে আহত ৩ পুলিশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৪:২৩ PM , আপডেট: ১০ জানুয়ারি ২০২৩, ০৪:২৯ PM
রাঙামাটির বেতবুনিয়া পুলিশ ট্রেনিং স্কুলে ফায়ারিং অনুশীলন করার সময় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বার্ষিক ফায়ারিং অনুশীলনের সময় চট্টগ্রাম নগর পুলিশের ওই তিন সদস্য আহত হন বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) স্পিনা রানী প্রামাণিক।
অতিরিক্ত উপ-কমিশনার স্পিনা রানী জানিয়েছেন, ট্রেনিং স্কুলে বার্ষিক ফায়ারিং অনুশীলন চলার সময় ফায়ারিং স্কোয়াডে নার্গিস আক্তার নামে একজন কনস্টেবল অসুস্থ হয়ে পড়ে যায়। তখন মিস ফায়ারে অপর তিন জন আহত হওয়ার ঘটনা ঘটে।
এসময় আহত হন কনস্টেবল মিনু আরা, অভি বড়ুয়া ও সুমন। তাদের মধ্যে মিনু আরা সিএমপির আকবর শাহ থানায় এবং অভি ও সুমন বাকলিয়া থানায় কর্মরত ছিলেন।
বর্তমানে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।