৬ মাসে পদ্মা সেতুতে টোল আদায় ৪১০ কোটি টাকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩, ০৭:৩৬ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩, ০৭:৩৬ PM
গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর ২৬ জুন রবিবার সকাল থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। গত মঙ্গলবার (৩ জুন) পর্যন্ত এই সেতুতে টোল আদায় হয়েছে প্রায় ৪১০ কোটি টাকা।
সেতু কর্তৃপক্ষ জানায়, গত ছয় মাসে সেতু থেকে টোল আদায় করা হয়েছে ৪০৯ কোটি ৮৭ লাখ ১০ হাজার ১৫০ টাকা। এই সময়ে পদ্মা সেতু দিয়ে ২৮ লাখ ৩৫ হাজার ৯৪১টি যানবাহান পার হয়েছে।
পদ্মা সেতুর টোল আদায়ের কাজটি যৌথভাবে করছে পদ্মা সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও কোরিয়ান প্রতিষ্ঠান কোরিয়া এক্সপ্রেস করপোরেশন। তাদের পক্ষে মাঠপর্যায়ে এ কাজটি করছে বাংলাদেশের টেলিটেল কমিউনিকেশন নামের একটি প্রতিষ্ঠান। আর আদায় করা টোলের টাকা জমা হচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের হিসাবে।