মোবাইল ইন্টারনেটবিহীন রাজশাহী শহর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২, ০২:০১ PM , আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২, ০২:০১ PM
বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরুর আগেই রাজশাহী শহরে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। আজ শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) জাতীয় সংগীতের মাধ্যমে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। তবে সকাল সাড়ে ৯টা থেকেই মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়।
জানা গেছে, বিএনপির সমাবেশ শুরুর পর থেকে মাদরাসা মাঠসহ নগরীর অন্তত পাঁচ কিলোমিটার এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ আছে। এসব এলাকার মোবাইল সেবাও ব্যাহত হচ্ছে। সংবাদ সংগ্রহে বেকায়দায় পড়েছেন সাংবাদিকরাও। তবে এটিকে সরকারের এক ধরনের বাধা হিসেবে দেখছেন বিএনপির নেতারা।
বিএনপির সমাবেশস্থলের আশপাশে ঘুরে দেখা গেছে, রাজশাহীর পাঠানপাড়া, সিপাইপাড়া, লক্ষ্মীপুর, ফায়ার সার্ভিসের মোড়, বর্নালী, নগরভবন এলাকায় কোনো ইন্টারনেট নেই। এমন কি এসব এলাকার ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধাও বন্ধ করে রাখা আছে।
রাজশাহীর একটি আইএসপি প্রতিষ্ঠানের কর্মী মো. সজল বলেন, মূল সার্ভার থেকেই বন্ধ করে রাখা আছে। আমাদের কিছু করার নেই।
বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ‘আমরা আগে থেকেই আশংকা করছিলাম ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হতে পারে। তাই আমরা ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবস্থা করেছিলাম। সেটিরও লাইন কেটে দেওয়া হয়েছে। লাইন মেরামতের কাজ চলছে।’