বিশ্ববিদ্যালয় ভর্তিতে বয়সের বাধা থাকা উচিৎ নয়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয় ভর্তিতে ধরাবাঁধা নিয়ম থেকে বের হয়ে আসতে হবে। উচ্চশিক্ষা গ্রহণের দরজা সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। দেশে উচ্চশিক্ষায় নানামুখী বাধা রয়েছে। জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করতে হলে উচ্চশিক্ষার দেয়ালগুলো ভেঙে দিতে হবে। রোববার (২৭ নভেম্বর) রাজধানীর একটি কনভেনশন হলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বলেন তিনি। 

রাওয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরাম আয়োজিত শিক্ষা ও নৈতিকতা শীর্ষক সেমিনারে শিক্ষামন্ত্রী বলেন, যেকোনো বয়সে শিক্ষার্থীর উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। কেউ উচ্চমাধ্যমিকের পর কর্মজীবনে জড়িয়ে পড়লে পরবর্তীতে চাইলে তাকেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দিতে হবে।

মন্ত্রী বলেন, নৈতিকতা বোধ না শিখে যদি অনেক বেশি শিক্ষিত ও দক্ষ হই, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। এ জন্য সঠিক শিক্ষাগ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধও শেখাতে হবে।

আরো পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল আজ দুপুরের পর

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম তিনি বলেন, বর্তমানে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধের অবক্ষয় দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের নৈতিক অধঃপতন ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে নৈতিক শিক্ষা ‍যুক্ত করা জরুরি। সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের আচরণের বিভিন্ন দিক মূল্যায়নে শিক্ষকেরা নম্বর বরাদ্দ করতে পারেন। 

রাওয়ার সভাপতি মেজর জেনারেল (অব) আলাউদ্দিন এম এ ওয়াদুদের সভাপতিত্বে সেমিনারে নির্দিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সৈয়দ মনজুরুল ইসলাম ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক উপাচার্য লে. জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক খুরশীদা বেগম।


সর্বশেষ সংবাদ