রাজধানীতে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্র নিহত

কলেজছাত্র নিহত
কলেজছাত্র নিহত  © প্রতিকী ছবি

রাজধানীর মুগদায় প্রতিপক্ষের হামলায় রাকিবুল ইসলাম রাতুল (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন।

রাতুল খিলগাঁও ত্রিমোহনী এলাকার আতিকুর রহমানের ছেলে। সে মুগদা মানিকদী এলাকার আজিজ স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, মুগদা মান্ডা প্রথম গলি এলাকায় রাতুলের ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। পরে আহত অবস্থায় রাতুলকে প্রথমে মুগদা হাসপাতালে নেওয়া হয়। মাথায় আঘাতের কারণে সেখানে রাতুলের অবস্থা অবনতি হয়। পরে তাকে ঢামেকে রেফার করেন চিকিৎসকরা। রাত সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাতুলের মৃত্যু হয়।

আরও পড়ুন: যেসব এলাকায় ৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের সম্ভাবনা।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন জানান, রাত সোয়া ১২টার দিকে আহত অবস্থায় ঢামেকে আসা রাতুলের মৃত্যু হয়। আগের এক মারামারির ঘটনা মীমাংসার জন্য প্রতিপক্ষ দল তাকে ডেকে নিয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যারা ঘটনায় জড়িত, তাদের আটক করতে পুলিশ কাজ করছে।

এ প্রসঙ্গে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম খান জানান, রোববার ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় হীরা-সজীব গ্রুপের সঙ্গে রাতুলদের হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঝামেলা মেটাতে রাতুলকে ডেকে মান্ডা প্রথম গলি এলাকায় নিয়ে যান হীরা ও সজীব। সেখানেই রাতুলের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছিল।


সর্বশেষ সংবাদ