আরও পাঁচ সচিবকে অবসরে পাঠানো হচ্ছে, হতে পারে মামলাও

সচিবালয়
সচিবালয়  © সংগৃহীত

সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে আরও পাঁচ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। শুধু সচিব নন, কয়েক জন অতিরিক্ত সচিবও আছেন এই ষড়যন্ত্রে। সব মিলিয়ে সংখ্যাটা ১২। গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। অভিযুক্তদের সম্পর্কে সরকারের শীর্ষমহলে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থা এই ১২ জনের দৈনন্দিন চলাফেরা, মোবাইল ফোনে যোগাযোগসহ দেশে-বিদেশে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে বিস্তারিত রিপোর্ট দিয়েছে। অভিযুক্তদের কারো কারো বিরুদ্ধে হাতে পারে রাষ্ট্রদ্রোহের মামলাও।

এর আগে গত রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনকে অবসরের প্রায় এক বছর আগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। মেয়াদ শেষ হওয়ার আগেই ‘জনস্বার্থে’ তাকে অবসরে পাঠানো হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন: আমাকে অবসরে পাঠানোর কারণ জানি না: তথ্য সচিব

অবশ্য বাধ্যতামূলক নতুন কিছু নয়। ২০১৪ সালে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার কারণে পাঁচ সচিবকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল সরকার। সেসব সচিব আইন ভঙ্গ করে দুর্নীতির আশ্রয় নিয়ে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ পর্যন্ত করেছিল দুর্নীতি দমন কমিশন।

সূত্র বলছে, বর্তমান সচিব ও অতিরিক্ত সচিবদের সঙ্গে অবসরপ্রাপ্ত কয়েক জন সচিবও সরকারবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছেন। এদের কারো কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হতে পারে, সে বিষয়ে শীর্ষমহলে আলোচনা হচ্ছে।

গোয়েন্দা সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, পদোন্নতিবঞ্চিত কয়েক জন কর্মকর্তা সরকারবিরোধী কার্যক্রমে জড়িয়ে পড়েছেন এমন কিছু তথ্য নিয়ে আমরা অনুসন্ধান শুরু করি। পরে একাধিক কর্মকর্তার এ ধরনের কার্যক্রমে জড়িত থাকার তথ্য-উপাত্ত আমাদের হাতে আসে। এরপর তাদের দৈনন্দিন কার্যক্রম মনিটরিং শুরু করি। তাতেই মেলে ষড়যন্ত্রের তথ্য। [সূত্র: দৈনিক ইত্তেফাক]


সর্বশেষ সংবাদ