মিরপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলা, পুলিশবক্স ভাঙচুর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ০৩:৩৮ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০২২, ০৩:৩৮ PM
রাজধানীর মিরপুর এলাকায় ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযানে ক্ষুব্ধ হয়ে চালকরা পুলিশ বক্সে হামলা করেছেন। বেশ কয়েকটি ট্রাফিক পুলিশ বক্সে এ হামলা চালানো হয়। এ ঘটনায় মিজানুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন বলেও জানা গেছে।
শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১০টার পর মিরপুর ১০ নম্বর আদর্শ স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে মিরপুর ১০ নম্বর আদর্শ স্কুলের সামনে একটি ব্যাটারিচালিত রিকশা আটকিয়ে রাখেন ট্রাফিক পুলিশ মিজানুর। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ২৫-৩০ জন অটোরিকচালক একত্রিত হয়ে মিজানুরের ওপর হামলা চালান। হামলাকারীরা ইট দিয়ে মিজানুরের মুখ থেঁতলে দিয়ে রিকশা নিয়ে পালিয়ে যান। একপর্যায়ে হামলাকারীরা মিরপুর ১০ নম্বর ট্রাফিক পুলিশবক্সে হামলা চালান।
পরে মিরপুর ১২ নম্বর, কালশী, পূরবী, সাগুফতা, মিরপুর ১ সহ কয়েকটি ট্রাফিক পুলিশবক্সে একজোট হয়ে হামলা চালান ব্যাটারিচালিত রিকশাচালকরা।
এ বিষয়ে মিরপুর ট্রাফিক বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না। সেই অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করেছি। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে রিকশাচালকরা একাধিক ট্রাফিক বক্সে হামলা করেছেন।