সাংবাদিক রণেশ মৈত্রের প্রয়াণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৯ PM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০২:০৭ PM
ভাষা সৈনিক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর। রণেশ মৈত্রের পরিবারে আছেন তাঁর স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু ঘটে তাঁর।
রণেশ মৈত্র এক ডজনের বেশি গ্রন্থ লিখেছেন। তিনি ছিলেন ছাত্র ইউনিয়ন ও ন্যাশনাল আওয়ামী পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, তাঁতি অধিকার প্রতিষ্ঠা, ঘুঘুদহ ও বিল কুড়ানিয়ার খেতমজুরদের আন্দোলনসহ বহু আন্দোলন-সংগ্রামের অগ্রসেনানি। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন বরেণ্য এই সাংবাদিক।
আরও পড়ুনঃ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঠাঁই যাত্রীছাউনিতে
রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক রণেশ মৈত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাণী ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেকসহ আরও অনেকেই।