পরীক্ষার্থীদের মোবাইল ভেঙে ফেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় এবং ইনসেটে শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ
পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় এবং ইনসেটে শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ  © সংগৃহীত

এসএসসি পরীক্ষার্থীদের মোবাইল ভেঙে ফেলার ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ওই শিক্ষা কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে গতকাল সোমবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় পীরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। মঙ্গলবার আরিফুল্লাহর জায়গায় দায়িত্ব পালন করেছেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নাসিমুল বারী।

জানা গেছে, সোমবার দায়িত্ব পালনকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ তার কেন্দ্রের দুই কক্ষ পরিদর্শকসহ পরীক্ষার্থীদের ১৮টি মোবাইল জব্দ করে। এরপর সবগুলো মোবাইল ভেঙে ফেলেন তিনি। এই ঘটনায় পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করা অন্য শিক্ষকরা এর প্রতিবাদ জানান। মঙ্গলবার শিক্ষকরা সকালে পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে দায়িত্ব পালন করতে অনীহা প্রকাশ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসে দায়িত্ব পালন করেন শিক্ষকরা।

জানতে চাইলে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মফিজুল হক জানান, শিক্ষকদের প্রতিবাদের কারণে শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ বলেন, ‘রাগের মাথায় ফোনগুলি ভেঙে ফেলা হয়। বিষয়টি নিয়ে বসার কথা হয়েছে। ’

জেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন আল আজাদ বলেন, ‘ঘটনা শুনে কেন্দ্র পরিদর্শন করেছি। মোবাইল ফোন ভাঙার কাজটি ঠিক হয়নি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভুল করেছেন। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ 


সর্বশেষ সংবাদ