ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত

লাইনচ্যুত ট্রেনের বগি
লাইনচ্যুত ট্রেনের বগি  © সংগৃহীত

ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় চট্টগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় এ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা জানিয়েছেন, সকাল সোয়া ৯টার চট্টগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি শম্ভুগঞ্জ এলাকায় লাইনচ্যুত হয়েছে।

তিনি আরও জানান, লাইন বন্ধ হয়ে যাওয়ায় নেত্রকোনা থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস গৌরীপুর রেলওয়ে স্টেশনে এবং ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া গামী বলাকা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। ফলে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, নেত্রকোনা-জারিয়ার রেল যোগাযোগ বন্ধ হয়ে আছে।

আরও পড়ুনঃ বাবার নাম ‘জাল’ করেছেন সাকিব!

লাইন চ্যুত বগিটি দ্রুত সরিয়ে নিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু করার জন্য কাজ চলছে। 
জানা যায়, এর আগেও শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছিলো। সেদিন প্রায় ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। 


সর্বশেষ সংবাদ