রাজধানীতে চিরকুট লিখে মেডিকেল ছাত্রের আত্মহত্যা

মানিক বারই ও তার লেখা চিরকুট
মানিক বারই ও তার লেখা চিরকুট  © সংগৃহীত

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে মেডিকেল কলেজের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার (১১ জুন) রাত ১০টায় এই ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম মানিক বারই। তিনি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের ৮ম ব্যাচের শিক্ষার্থী।

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা রবিবার (১২ জুন) সকালে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। তবে তিনি ছুটিতে থাকায় বিস্তারিত জানাতে পারেননি।

আরও পড়ুন: ৬১ দেশের জনসংখ্যা ছাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন

জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন মানিক। পড়ালেখায় অকৃতকার্য হওয়ায় হতাশা বেড়ে গিয়েছিল কয়েকগুন। এর ফলে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

এদিকে ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার ঠিক আগ মুহূর্তে চিরকুটটি লিখেছিলেন মানিক। চিরকুটে তিনি লিখেছেন ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি ব্যক্তি হতাশার কারণে আত্মহত্যা করতেছি। আমি মেডিকেলে ফেল করেছি এবং লেখক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারিনি। তাই আমি আত্মহত্যা করছি। আমি কারো দ্বারা প্রভাবিত নই।’


সর্বশেষ সংবাদ