স্বাস্থ্য শিক্ষার ডিজি-এডিজি ওএসডি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৫:২৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৪, ০৫:২৯ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. টিটু মিয়া ও দুই অতিরিক্ত মহাপরিচালককে (এডিজি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য অধিদফতরে পদায়ন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (২০ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব দূর-রে-শাহনেওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত পাদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।
প্রজ্ঞাপনে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ছাড়া অন্য দুই ওএসডি হওয়া কর্মকর্তা হলেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ ও অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মো. কামরুল হাসান।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে উল্লেখ করে বলা হয়, পদায়ন হওয়া কর্মকর্তাদের যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইল per1@mefwd.gov.bd-এ প্রেরণ করতে হবে।