মাদ্রাসার নবসৃষ্ট পদে নিয়োগের রোডম্যাপ অনুমোদন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০১:১৭ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০১:১৭ PM
বিভিন্ন মাদ্রাসার নবসৃষ্ট সাত শিক্ষক পদে নিয়োগের রোডম্যাপ অনুমোদন দেওয়া হয়েছে। এই সাতটি পদে নিয়োগের রোডম্যাপ অনুমোদন দিয়ে তা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব সুলতানা আক্তার।
আদেশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী নিম্নবর্ণিত নবসৃষ্ট পদসমূহ পূরণের লক্ষ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর হতে প্রেরিত নিয়োগ পরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদন করা হলো।
আরও পড়ুন: শিক্ষক নিবন্ধন পরীক্ষা: উত্তীর্ণের সংখ্যায় এগিয়ে ১০ম নিবন্ধনধারীরা
কোন নবসৃষ্ট পদে কবে নিয়োগ
অনুমোদিত রোডম্যাপ অনুসারে, দাখিল মাদরাসার সহকারী মৌলভী (ক্বারী) পদে নিয়োগ হবে ২০২২-২০২৩ অর্থবছরে। আলিম মাদরাসায় সহকারী মৌলভী (ক্বারী) পদেও একই অর্থবছরে নিয়োগ হবে। ফাযিল মাদরাসায় সহাকারী মৌলভী (ক্বারী) পদে নিয়োগ হবে ২০২২-২৩ অর্থবছরে। আর কামিল মাদরাসায়ও সহকারী মৌলভী (ক্বারী) পদে নিয়োগ হবে ২০২২-২৩ অর্থবছরে।
আলিম মাদরাসায় গণিত বিষয়ের প্রভাষক নিয়োগ হবে ২০২৩-২৪ অর্থবছরে। ফাযিল মাদরাসায় গণিত বিষয়ের প্রভাষক নিয়োগ হবে ২০২৩-২৪ অর্থবছরে। আর কামিল মাদরাসায় গণিত বিষয়ের প্রভাষক নিয়োগ হবে ২০২৩-২৪ অর্থবছরে।