পদ পেয়ে ঘোষণার আগেই মারা গেলেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক

আব্দুস ছালাম চাটগামী
আব্দুস ছালাম চাটগামী  © ফাইল ফটো

চট্টগ্রামের হাটহাজারীর মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য আব্দুস ছালাম চাটগামী মারা গেছেন। মাদ্রাসার শুরা কমিটির বৈঠক চলাকালে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেয়ার পথে আজ বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের নতুন কমিটির নায়েবে আমির সালাউদ্দিন নানুপুরী।

তিনি অসুস্থ হওয়ার ৩০ মিনিট আগে শুরা বৈঠকে তাকে মাদ্রাসার নতুন মহাপরিচালক ঘোষণা করা হয় বলে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগরীর সাবেক দপ্তর সম্পাদক ইকবাল খলীল।

এর আগে সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার মহাপরিচালক নির্ধারণে শুরা সদস্যদের বৈঠক শুরু হয়। বৈঠকে আব্দুস ছালামকে মাদ্রাসার মহাপরিচালক করার সিদ্ধান্ত নেয় কমিটি।

মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন মাওলানা আব্দুস ছালাম। হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শফীর ইন্তেকালের পর তিনি মাদ্রাসা পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


সর্বশেষ সংবাদ