১১ জুলাই দাওরা হাদিসের চূড়ান্ত ফল প্রকাশ

১১ জুলাই দাওরা হাদিসের পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
১১ জুলাই দাওরা হাদিসের পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ  © সংগৃহীত

কওমি মাদরাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) ২০২১ সালের পরীক্ষা ফল প্রকাশ করা হবে আগামী ১১ জুলাই। বুধবার (১৬ জুন) কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ হাইআতুল উলয়ার কার্যালয়ে আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ স্থায়ী কমিটির সভায় ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়।

বোর্ডের অফিস সম্পাদক মু. অছিউর রহমান বলেন, দাওরায়ে হাদিস পরীক্ষার ফল তৈরির সব প্রক্রিয়া প্রায় শেষের দিকে। এখন চূড়ান্ত ফল প্রকাশের কাজ চলছে। আগামী‌ ১১ জুলাই দাওরা হাদিসের পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে বুধবার বোর্ডের স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে।

রাজধানীর মতিঝিলে বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের মুহতারাম চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল থেকে সারাদেশে ২২২টি পরীক্ষা কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হয়।‌‌ ১৩টি বিষয়ের পরীক্ষা শেষ হয় ৮ এপ্রিল। পরীক্ষা চলাকালীন সময়ে কঠোর বিধিনিষেধ থাকায় প্রতিদিন দুই শিফটে পরীক্ষা নেয় বোর্ড কর্তৃপক্ষ।

আল-হাইআতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া মাদরাসাগুলো সরকার স্বীকৃত ইসলামী শিক্ষাবোর্ড। সরকার ২০১৮ সালে ১১ এপ্রিল এই বোর্ডের অধীনে কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে (ইসলামী শিক্ষা ও আরবি) মাস্টার্সের সমমান মর্যাদা দেয়। জাতীয় সংসদের ২০১৮ সালের ৪৮ নম্বর আইনে এ মর্যাদা দেওয়া হয়।

বর্তমানে কওমি মাদরাসার ছয়টি বোর্ডের সবকটি দাওরায়ে হাদিস কওমি মাদরাসা আল-হাইআতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে নিবন্ধিত। বোর্ডগুলো হলো- বেফাকুল মাদারিসিল আরাবিয়া, বাংলাদেশ আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস, বাংলাদেশ বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশ ও জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ। এবার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার্থীর সংখ্যা ২২ হাজারের বেশি।


সর্বশেষ সংবাদ