আজহারীর মাহফিলে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র সাইফুল্লাহ, সাধারণ ডায়েরি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:০০ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:২৩ PM
যশোরের খয়েরতলা বাজার এলাকার নুরপুর গ্রামের মাদ্রাসা শিক্ষার্থী মো. সাইফুল্লাহ (১৩) নিখোঁজ হয়েছে। সাইফুল্লাহ স্থানীয় খয়েরতলা মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী। সম্ভাব্য ধারণা করা হচ্ছে, মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ হয় সে। শুক্রবার (৩ জানুয়ারি) থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
সাইফুল্লাহর মা জানান, শুক্রবার (৩ জানুয়ারি) সকালে বাসার নিচে ঘুরতে যায় সাইফুল্লাহ। দুপুরে সে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেন, সে মাহফিলে গেছে। কিন্তু সন্ধ্যার পরও বাসায় না ফেরায় তারা মাহফিলে গিয়ে খোঁজ শুরু করেন।
রাত ১০টা পর্যন্ত মাহফিলে অনেক খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে রাত ২টার দিকে পরিবারের সদস্যরা বাসায় ফেরেন। তার পরিবার এই বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবার ও স্থানীয়রা ছেলেটির সন্ধান পেতে সবার সহায়তা কামনা করেছেন। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।